উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা

এক ফোঁটা রক্ত দিয়ে এক মমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো যায়। এই চিন্তা ভাবনাকে সামনে রাখার পাশাপাশি জেলার ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৯ নং বরুনা গ্রাম পঞ্চায়েতের গোয়ালগাও কাটাবাড়ী জুনিয়ার হাই স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ ২০ নং মন্ডল ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ২০ নং মন্ডল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য নাগেন্দ্র দেবশর্মা, ননি গোপাল মন্ডল, অসিম সরকার, কুলেন রায়, আসু রায়, কাঞ্চন দেবশর্মা সহ অন্যান্যরা। 

এবিষয়ে কালিয়াগঞ্জ ২০ নং মন্ডল ভারতীয় জনতা যুব মোর্চার নেতা কুলেন রায় জানান, তারা মানুষের পাশে দাড়াতে চায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে মানুষের সেবার জন্য, রক্ত সংকট মেটানোর জন্য এদিন রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এদিন প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেছে বলে দাবী করেন তিনি। সেই সঙ্গে বেলা বাড়ার সাথে সাথে আরও রক্তদাতা রক্তদান করবেন বলে তিনি আশাবাদী।